সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল পরীক্ষা কেন্দ্রগুলোতে সম্পূর্ণ নকলমুক্ত এবং সুষ্ঠ ওশান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বড়দল আফতাব উদ্দিন কলেজের স্কুলের মূল কেন্দ্রে ২২৫জন এবং বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় সাব কেন্দ্রে ১২১জন ছাত্র-ছাত্রী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বড়দল আফতাব উদ্দিন কলেজের স্কুলের ৬৮ জন বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিদ্যালয় এর ২১ জন, খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর ৬৮জন,বাইনতলা আর সি মাধ্যমিক বিদ্যালয় ৪০ জন, তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ জন, গোয়ালডাঙা ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ৬৮ জন, বাইনতলা ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০ জন, মোট ৩৪৬ জন ছাত্রছাত্রী এবার এসএসসি পরীক্ষায় এই দুটি কেন্দ্রে অংশগ্রহণ করছে বলে জানা যায়। পরীক্ষা বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান বলেন এবারের সরকারের ঘোষিত নকল মুক্ত পরীক্ষা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সকল প্রস্তুতি নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এ সমস্ত পরীক্ষার সহযোগিতা করছেন বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। হল সুপার ত্বরণ কান্তি সানা বলেন হলের ভিতর শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা পরিদর্শকদের সম্পূর্ণ নকলমুক্ত পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে মোতাবেক তারা তাদের দায়িত্ব পালন করছেন। বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় সাব কেন্দ্রের সচিব এএইচ এম মমতাজ হেলেন বলেন কেন্দ্রে কোন প্রকার নকল ছাড়াই এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আশা করি বাকি পরীক্ষাগুলো নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাব কেন্দ্রের হল সুপার মোহাম্মদ মহিউদ্দিন বলেন নকলমুক্ত পরীক্ষা গ্রহণের জন্য যত সরকার কৌশল অবলম্বন করার দরকার সবগুলোই করা হচ্ছে। পরিদর্শকদের সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সকল নির্দেশনা বলি প্রদান করা হয়েছে।মূল কেন্দ্রের এক নম্বর রুমের পরীক্ষার্থী আসমাতুল আল আলিফের নিকট আমাদের এই প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন সম্পূর্ণ সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোটামুটি প্রশ্ন সহজ হচ্ছে, উত্তর দিতে পারছি। আমরা সবাই ভালো রেজাল্ট করব বলে আশা রাখি। স্কুলের গেটের মুখে দাঁড়িয়ে থাকা একজন অভিভাবক আসমা খাতুন বলেন পরীক্ষা কেন্দ্রে পরিবেশ খুব সুন্দর, হলের ভিতরে কোন অভিভাবক পরে প্রবেশ করতে না দেওয়াই কোন প্রকার তদবির ছাড়াই পরীক্ষা গুলো অনুষ্ঠিত হচ্ছে। ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আক্তার হোসেন ফারুক বিল্লাহ মূল কেন্দ্রে, সঞ্জয় কুমার সাব কেন্দ্রে।
এছাড়া বিভিন্ন সময় কেন্দ্র পরিদর্শন করেন আশা শুনিও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণারায়, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার আমিনুর রহমান প্রমুখ।