অদ্য ১০/৯/২০২৫ ইং, তিনি নতুন প্রশাসকের দায়িত্ব বুঝে নিয়ে সকল ইউপি সদস্য, সচিব, গ্রাম পুলিশসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা তাদের এলাকার সমস্যা তুলে ধরেন। এসিলেন্ড মনোদয় মনোযোগ দিয়ে সমস্যাগুলো শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এছাড়া স্থানীয়দের সঠিক সেবা নিশ্চিত করতে মেম্বারদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো তাজুল ইসলাম বাদল, যায়যায় দিন মনোহরদী উপজেলা প্রতিনিধি, মো হিমেল মিয়া, মর্নিং পোস্ট মনোহরদী উপজেলা প্রতিনিধি ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।