মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজঃ-১৯০১ এর উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজঃ-১৯০১ এর উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে। 

যথাযথ মর্যাদায় ১লা মে মহান দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে রাত্রি ১২টা ১ মিনিটে শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। 
ভোর সাড়ে ছয়টায় শহরের কাটাখালি সড়কে ইউনিয়ন কার্যালয়ে কালো পতাকা,জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, সকাল সাড়ে নয়টায় ইউনিয়ন কার্যালয়ে সমবেত হয়ে সংগঠনের ব্যানার হাতে নিয়ে সকল শ্রমিকদের অংশ গ্রহণে একটি বিশাল শোভাযাত্রা নিয়ে
জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
বেলা ১১ টায় ইউনিয়ন কার্যালয়ে সমবেত হয়ে মহান মে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন
রেজি নং রাজঃ-১৯০১ কর্তৃক সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাবেক  সাধারণ ফরহাদ হোসেন ভান্ডারীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোঃ রবিউল আলম রবি। 
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আব্দুল ওয়াহাব শেখ,সংগঠনের নবগঠিত কা্র্য নির্বাহী কমিটির 
সভাপতি ফজলুর রহমান,সিনিয়র সহ-সভাপতি 
আছের আলী শেখ, সহ-সভাপতি বাদল কোরায়েশী,সাধারণ সম্পাদক কোরবান আলী শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মিয়া, 
সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া,প্রচার সম্পাদক শাহজাহান আলী,কোষাদক্ষ আনোয়ার পারভেজ, সাইড সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।