মহান মে দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে

মহান মে দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (০১মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নেতৃত্বে  সিও অফিস চত্বর থেকে শুরু করে বর্ণাঢ্য এক শোভযাত্রা বের হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। 

রেলি শেষে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন,পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আব্দুল আউয়াল,জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন প্রমুখ। 

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,একটি দেশের শিল্প কলকারখানা,উন্নয়ন,নির্মাণ উন্নতি, অবনতি সহ সব কিছুই নির্ভর করে শ্রমিকদের উপর,শ্রমিকদের উপর  নির্ভর করে শিল্প কলকারখানার পণ্য সামগ্রী উৎপন্ন হয়,শ্রমিকদের সঠিকভাবে মূল্যায়নের করার মধ্যে শ্রমিক কল্যাণ নিহিত। তাই শ্রমিকদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে,তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ তাদের ছুটি, ওভারটাইম,চিকিৎসা,নিরাপত্তা নিশ্চিত করা,ভবিষ্যৎ কল্যাণ তহবিল,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।এক্ষেত্রে মালিক শ্রমিক একে অপরের পরিপুরক হতে হবে,শ্রমিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, শ্রমিকদের সঠিকভাবে  মূল্যায়ন করতে না পারলে উৎপাদন ব্যাহত হবে,শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের মজুর নিশ্চিত করতে হবে,তাহলেই শ্রমিকরা স্বাচ্ছন্দে কাজে মনোনিবেশ হবেন,তাহলেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। 

 আলোচনা সভার বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার,নিরাপদ কর্মপরিবেশ ও নিম্নতম মজুরী নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। শ্রমিকের ঘামেই গড়ে উঠে দেশে শিল্প কারখানা উন্নয়ন তাই তাদের যথাযথ মর্যাদা দেওয়া সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।এছাড়া মে দিবস উপলক্ষে টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের আয়োজনে ও শহীদ মিনার চত্বরে শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার উদ্যোগ পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমজীবী মানুষ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মে দিবসের অনুষ্ঠান সফল ও সার্থক  করে তোলেন।