চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের আইল্যান্ডে গত বছর দুয়েক আগে রোপণ করা হয় আরব দেশ থেকে আনা উন্নত জাতের খেজুর গাছ। দীর্ঘদিন ধরে এসব খেজুর গাছ পড়ে ছিল অযত্ন-অবহেলায়।

এই বর্ষা মৌসুমে খেজুর গাছের আগাছা ও ডালপালা বেড়ে অনেকাংশে রাস্তায় এসে পড়ছিল। যা থেকে ছিল সড়ক দুর্ঘটনা হওয়ার আশংকাও।  


এরইমধ্যে গত ১১ জুলাই এসব খেজুর গাছগুলোর ডালপালা কেটে প্রয়োজনীয় পরিচর্যার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী ধর্মীয় ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখা।


দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার( ২২ জুলাই) এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ৭ টা হতে দুপুর ১ টা পর্যন্ত রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যাপুকুর এলাকা থেকে রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন পর্যন্ত অংশে প্রায় কয়েক শতাধিক খেজুর গাছের আগাছা পরিষ্কার করে। 


গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন জামাল, মুহাম্মদ সৈয়দ মিয়া, শফিউল হোসেন সম্রাট, শাহেদুল ইসলাম, শাহাদাত হোসেন হিরণ, মুহাম্মদ ইমরান হাসান, মুহাম্মদ আশিক, মুহাম্মদ ফারেজ, মুহাম্মদ মিজান উদ্দিন, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ জিসান, মুহাম্মদ নিশান, মুহাম্মদ ফরহাদ,  মুহাম্মদ আসাদ, রবিউল হাসান রবিন, মুহাম্মদ আবির, মুহাম্মদ জিহাদ, আসাদ উদ্দিন, মুহাম্মদ ইয়াসিন, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ শামীম, সাজিদুল আলম অভি প্রমুখ।