এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বরুনাতৈল গ্রামে শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ জেলায় ১০ জন শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শহীদ পরিবারের স্বজনরা তাদের অসহায়ত্ব ও অনুভূতির কথা তুলে ধরেন। এবং দ্রুত জুলাই সনদ ঘোষনা ও শহীদদের খুনিদের বিচারের দাবী জানান।
পরে সকাল ১১টায় জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে শহরে বিজয় মিছিল বের করেন। এছাড়াও ধর্মীয় উপসানালয় গুলোতে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনার অয়োজন করা হয়।