সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নূরনগরসহ আশপাশের এলাকার নিরীহ নারী-পুরুষসহ যুবসমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষাপেতে এবং স্থানীয় কতিপয় অসাধু দুষ্কৃতকারী সন্ত্রাসী,আদম পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে প্রধান উপদেষ্টার কার্যালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,সেনা প্রধানসহ সরকারি উর্ধতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা।
সুত্রে জানাযায়,কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নূরনগরসহ আশপাশের এলাকায় মাদকের রমরমা ব্যবসা ও চোরাচালানের অভয়ারণ্যে পরিনত করনসহ আদম পাচারের ঘাটি হিসেবে গোড়ে তুলেছে কতিপয় মাদকের গডফাদার দুষ্কৃতকারীরা।
জানাযায় সলঙ্গা থানার চর-বাগদা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে ও মাদক কারবারী সোহেল রানা (৪০),
কামারখন্দের চর-নুরনগর গ্রামের মৃত নূরমোহাম্মদের ছেলে মাদক কারবারী বেল্লাল হোসেন(৪০), মৃত গোলাম আম্বিয়ার ছেলে মাদক কারবারী মামুন (২৭)সহ অজ্ঞাতনামা আরো প্রায় ৮/১০ জন মিলে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নূরনগরসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে কড়াল গ্রাসী মাদকের রমরমা ব্যবসায় চালিয়ে যাওয়া ও চোরাচালানের অভয়ারণ্যে পরিনত করেছে।
এছাড়াও লিখত অভিযোগে আরো জানাযায়,তারা ত্রাসের রাজত্ব কায়েম করে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী দেশ মায়ানমারের মাদক চোরা কারবারীদের সাথে আঁতাত করে হেরোইন,ইয়াবাসহ মাদক চোরাচালান সহ বিশাল সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন যাবৎ রমরমা মাদকের ব্যবসার পাশাপাশি অবৈধ পন্থায় আদম পাচারের ঘাটি হিসেবে গোড়ে তুলেছে।
এছাড়াও তারা প্রতিবেশী দেশ মায়ানমার থেকে বিতারিত রোহিঙ্গা জনগোষ্ঠীর দালালদের সাথে যোগসাজসে বিপুল অংকের টাকা নিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকদেরকে নামে-বেনামে বাংলাদেশের নাগরিক হিসেবে ভুয়া আইডি কার্ড করে দেয়া এবং পাসপোর্ট তৈরি করে বিদেশ গমনে সহাতার মাধ্যমে কারিকারি টাকা কামানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
মাদক কারবারী ও আদম পাচার সিন্ডিকেটের গডফাদারদের রাজধানী ঢাকায় বড্ডা এলাকায় একাধিক বসতবাড়ি, বিলাসবহুল গাড়িসহ আলীশান ও বিলাসী জীবন যাপন করনসহ বিভিন্ন ব্যাংক একাউন্টে তাদের বিপুল অংকের টাকা রয়েছে বলেও জানাগেছে।
এমন অপরাধ মুলক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই শারীরিক নির্যাতন করাসহ মিথ্যে মাদক মামলায় জড়িয়ে জেল হাজতে পেরনের হুমকি প্রদর্শন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এলাকার যুবসমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষাপেতে ওই সকল অসাধু দুষ্কৃতকারী সন্ত্রাসীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ প্রধান উপদেষ্টার কার্যালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,সেনা প্রধানসহ সরকারি উর্ধতন কর্মকর্তা বরাবর গনস্বাক্ষর সহ লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা।