মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের দেশীয় অস্ত্রসস্ত্র সহ ভয়ভীতি প্রদর্শন ও মারধর করায় এবং যৌথ বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, শেরপুর আঞ্চলিক শাখার, কার্যকরী সদস্য, মো: চাঁন মিয়া কে সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিক দল শেরপুর শাখার সভাপতি, লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো: জুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে ওই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
জানা যায়, মৌলভীবাজারের শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার বিএনপি নেতা চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে, এতেই ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় হামলা চালায় চান মিয়া সহ তার লোকজন। এতে বেশ কয়েকজন ছাত্র-শিক্ষকরা আহত হন। পরবর্তীতে খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।
পরে এ ঘটনায় চাঁন মিয়া গ্রেফতারে পর বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে , এর প্রেক্ষিতে বিএনপির একটি টিম তদন্ত করে প্রতিবেদন দেয়। এরপর শ্রমিক দল শেরপুর শাখার সভাপতি, লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো: জুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে চাঁন মিয়াকে বহিষ্কার করা হয়।