আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের জিয়ানগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের জিয়ানগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮এপ্রিল) বেলা ১১ টায় জিয়ানগরের ইন্দুরকানী বাজারের প্রধান সড়কের রূপালী চত্বর সম্মুখে আমার দেশ পাঠক মেলা এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-০১ আসনের সদস্য প্রার্থী,শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র,জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী।

আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি'র আহবায়ক ফরিদ আহমেদ,উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন,উপজেলা বিএনপি'র সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার,০১নং পাড়েরহাট ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক নেতা আহসানুল হক ছগির,মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

জনাব মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন,সাংবাদিক মাহমুদুর রহমান একজন সৎ সাহসী,কলম সৈনিক। তিনি তার লেখনীর মাধ্যমে সকল জুলুম,অন্যায়,নির্যাতন,নিপীড়ন  জনগণের সামনে তুলে ধরেন,যার মাধ্যমে দেশ ও দেশের বাইরের মানুষ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জানতে পারে।তিনি একজন কলম যোদ্ধা, সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 
সেই সাহসী মাহমুদুর রহমানের নামে ফ্যাসিবাদের দোসর,খুনি হাসিনার হাতকে শক্তিশালী করার পিছনের মুখ্য ভূমিকা পালনকারী মেঘনা গ্রুপের কর্ণধর মোস্তফা কামাল মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তাকে দিনের পর দিন কারাগারের অন্ধকার কোঠায় বন্দী করে রেখেছিল,এই ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপকে বয়কট করতে হবে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

তিনি আরো বলেন,কলম সৈনিক মাহমুদুর রহমান লিখেছিলেন, ফ্যাসিবাদের গর্জন শোনা যায়,এই লেখার পরই ফ্যাসিবাদী আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল,তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল।

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রা:) যেভাবে বাঘের গর্জন করতেন,অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন,একইভাবে মাহমুদুর রহমান ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে চলছেন। মাহমুদুর রহমানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিশাপ থেকে মুক্ত করে তাকে আবার দেশের কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে,এ ব্যাপারে সকলকে যেকোনো আন্দোলন, সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। 

মানববন্ধনে সকল বক্তারা মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।