রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাণিজ্যিক এলাকা শঠিবাড়িতে মেরিস সিগারেটের ডিপোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)অভিযান পরিচালনা করে জরিমানা করেন

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাণিজ্যিক এলাকা শঠিবাড়িতে মেরিস সিগারেটের ডিপোতে  নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)অভিযান পরিচালনা করে জরিমানা করেন।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।সিগারেটের বিক্রির ক্ষেত্রে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে এই ডিপো থেকে। সংবাদ পেয়ে মিঠাপুকুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট( ভূমি) মোতাসিম বিল্লাহ অভিযান পরিচালনা করেন। মেরিস সিগারেটের  পাশাপাশি সুপ্রিম সিগারেট বিক্রির সরঞ্জাম ব্র্যান্ডিং  লিফলেট  অত ডিপোতে পেয়েছে। সেগুলোর নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সরকারি বিধি মোতাবেক পুড়িয়ে দিছে।নেশা বিক্রির ব্র্যান্ডিং লিফলেট প্রচারণার ক্ষেত্রে  সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও তারা করে যাচ্ছে।যুব সমাজ সহ সাধারণ জনগনের ক্ষেত্রে এই মাদক দ্রব্য নেশা ক্ষতিকর। এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বর্গীয় পুলিশ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ৫০,০০০ টাকা জরিমানা করেন এবং লিফলেটসহ অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা জিনিসের উপর আগুন ধরিয়ে দেয়। ভবিষ্যতে যেন নেশা দ্রব্য সামগ্রীকে প্রচার প্রচারণা না করে সে বিষয়ে ব্যাপক নির্দেশনা দেয় মেরিজ কোম্পানির ডিপোর কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। এই অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।