রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির নীতি নৈতিকতা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়েছে।দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ফিরোজ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুর রহমান,মিঠাপুকুর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রওনক আলম,১৪ নং দুর্গাপুর ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহ সহ জেলা এবং উপজেলার পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণ কামনা করে পথভ্রষ্ট ছাত্রদেরকে সঠিক পথে পরিচালিত করাই ইসলামী ছাত্র শিবিরের কাজ। কিভাবে একজন ছাত্রকে,ছাত্রশিবিরের কর্মপদ্ধতি অনুযায়ী একজন বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী বানানো যায়,ন্যায় ও আদর্শের মধ্যে পরিচালিত করা যায় সেই দিক নির্দেশনা দিয়ে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।কুরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন পরিচালনা করাই মুমিন মুসলমানদের কাজ।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শের সংগঠন।বক্তারা আরো বলেন,ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা নিরলস ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে প্রতিটি ছাত্রের কাছে।মাদকাসক্ত,জুয়া,ক্যাসিনো খেলা,বিধ্বংসী গেম,ইত্যাদি ইত্যাদি অন্যায় মূলক কাজ কাছ থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে আহবান জানান।সচেতন ছাত্র গঠন করতে পারলেই দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে বলে মনে করেন বক্তারা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অনিক ইকবাল।