রংপুরের মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক গোলাম রাব্বানী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক হাশেম বাদল সহকারী পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর -দিনাজপুর অঞ্চল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর
উপজেলা শাখার সম্মানিত আমির আসাদুজ্জামান শিমুল সহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলবৃন্দ ও সব শ্রেণীর শ্রমিক এবং সর্ব সাধারণ জনতা । তো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুস জাহের নোমান সভাপতি বাংলাদেশ কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর উপজেলা শাখা। বক্তাগণ তাদের বক্তব্যে শ্রমিকের অধিকার আদায়ের কথা দৃঢ়ভাবে বলেন। শ্রমিকের সাথে যেন কোন বৈষম্য না হয়, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে,শ্রমিকদের অবহেলিত না করা, সব সেক্টরের শ্রমিকের কর্মসংস্থান তৈরি, অন্য-বস্ত্র, বাসস্থান-চিকিৎসা সহ মৌলিক প্রয়োজনীয় জিনিসের সুবিধা দেয়া, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বন্টন বন্টন ব্যবস্থা সুনির্দিষ্ট করা সহ অন্যান্য দাবি আদায়ের কথা তুলে ধরেন। মুক্তাগণ তাদের বক্তব্যে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রতি আহ্বান জানান। জুলাই গণঅভ্যর্থনের শহীদদের প্রতি সমবেদনা জানান। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। জুলাই -আগস্টের ছাত্র বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গ কে সমবেদনা জানান এবং নিষ্পাপ ছাত্রদের যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য শেষ করার জন্য জোর দাবি জানান। সম্প্রীতির উপর ভিত্তি করে রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হোক এই উদ্যাত্ত আহবান জানান। সকল বক্তাগণ দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করে আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়।