তীব্র তাপদাহে জনজীবন যখন দূর্বিষহ ঠিকই তখনই তৃষ্ণা নিবারনের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অবিভাবকদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ছাত্রদল নেতা কর্মীরা

তীব্র তাপদাহে জনজীবন যখন দূর্বিষহ ঠিকই তখনই তৃষ্ণা নিবারনের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অবিভাবকদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ছাত্রদল নেতা কর্মীরা।মঙ্গলবার এমন দৃশ্য দেখা গেছে উপজেলার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ এসএসসি পরীক্ষার কেন্দ্রে।জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার মির্জাপুর উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বোতলজাত ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।এসময় মির্জাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন,সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব সিকদার,মির্জাপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সিদ্দিকী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর ছেলে ছাত্রদল নেতা ফারহান আজাদ মুগ্ধ সিদ্দিকীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।