টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনা ঘটেছে।রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর পশ্চিম পাড়া এলাকায় এঘটনা ঘটে।স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,নিহত ফজল হকের পাশের বাড়ির তার ফোপাত ভাইয়ের ছেলে পারভেজের সাথে ফজল হকের জমি নিয়ে বিরোধ ছিল।পারভেজ রোববার সকালে পার্শ্ববর্তী উপজেলা সখিপুরের হাতিবান্ধা এলাকা থেকে পিকআপ বোঝাই সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে আসেন।পরে ফজল হকের সাথে কথা কাটাকাটি করেন।এক পর্যায়ে পারভেজ(৩০)ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা,দা ও কুঁড়াল দিয়ে ফজল হক(৫০),তার স্ত্রী মরিয়ম (৪০)ও ফজল হকের ছেলে মনির হোসেনকে বেধড়ক মারতে থাকে।তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই ফজল হকের মৃত্যু হয়,গুরুতর আহত মরিয়ম ও মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অভিযুক্ত পারভেজ উপজেলার বংশীনগর গ্রামের মৃত মান্নান হোসেনের ছেলে।বাঁশতৈল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন,তক্তারচালা বাজারে ফজল হকের ডেকুরেশনের ব্যবসা ছিল, রোববার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে ফজল হকের নাম ঘোষণা করারও কথা ছিল।তিনি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নিহতের পরিবার ও স্হানীয়রা নৃশংস এঘটনায় সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।খবর পেয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,মরদেহটির সুরতহাল করে,ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।তিনি বলেন,এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান এবং অপরাধীদের গ্রেফতার করতে অভিযান চলছে।
মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন
শেয়ার করুন

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনা ঘটেছে



