টাঙ্গাইলের মির্জাপুরে যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)এবিএম আরিফুল ইসলাম ৩৮ জন যুব মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন।এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোশারফ হোসেন, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি এ মতিন,ভাতগ্রামের আজহারুল ইসলাম, ভাওড়ার মাসুদুর রহমান,তরফপুরের আজিজ রেজা ও বানাইলের আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এবিএম আরিফুল ইসলাম জানান, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।