কন্ঠ শিল্পী  জুথী আঁখির নিজস্ব ইউটিউব চ্যানেলে গতকাল (২৫ শে জানুয়ারি )  গানটির ভিডিও চিত্র প্রকাশ করা হয়। 
ইতিমধ্যেই গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে ।

গানের কথা লিখেছেন, দেশের জনপ্রিয় গীতিকবি,  শরিফ লিয়াকত হোসাইন দিপু, সুর করেছেন মানিক খান ও সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ও শিল্পি অয়ন চাকলাদার। 
এবং গানটির ভিডিও নির্মান করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা ইয়ামিন ইলান। 

ভালোবাসার মানুষ কে কাছে পাওয়ার আকুলতা কে কেদ্র করে রোমান্টিক ধাচের এই গানটি ইতিমধ্যেই বেশ স্রোতাপ্রিয়তা পেয়েছে। 

গান প্রসংগে জানতে চাইলে কন্ঠ জুথী আঁখি বলেন,  কাছে এসো, গানটি আমার ভিশন পছন্দের একটি গান। চমৎকার কথা মালা  এবং খুব মিষ্টি একটি সুর এই গানটিতে আলাদা মাত্রা যোগ করছে, আমি চেষ্টা করেছি আমার মত করে গাইবার । গানটি নিয়ে আমি খুবই আশাবাদী 
আশা করছি শ্রোতাদের বেশ ভালো লাগবে।

গানের গীতিকার জানান, 
জুথী আঁখি আমার পছন্দের একজন শিল্পী, তার জন্য গানটি লিখতে পেরে আমি আনন্দিত। 

সংগীত পরিচালক অয়ন চাকলাদার জানান, 
ভালো কাজ এ ভালোলাগা টা একটু বেশিই থাকে। 
কাছে এসো শিরোনাম এর এই গানটি আমার খুভ যত্নে করা একটি কাজ জুথী আঁখি চমৎকার গেয়েছেন। 
আশা রাখি দর্শক শ্রোতারা গানটি উপোভোগ করবেন। 

পরবর্তী গানের সম্পর্কে জানতে চাইলে শিল্পী জানান, 
নিয়মিতই নতুন নতুন গান করছি 

এই ধারাবাহিকতা চলমান থাকবে, সবাই দোওয়ায় রাখবেন।