মুন্সীগঞ্জে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার(২৪ মার্চ)দুপুর ১২টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় ছাত্রজনতার ব্যানারে ঘন্টা ব্যাপি একর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্বজনরা ও আহত সহ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনকারীরা বলেন, ১৬বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিলো। খুন-গুম-হত্যা এমন কোন অপরাধ নেই তারা করেনি। সর্বশেষ জুলাই আন্দোলনে হাজারো ছাত্র- জনতাকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার বিচার দাবি দেশের সকল ছাত্র-জনতার।
তারা আরো বলেন, বিচার হওয়ার আগেই বিভিন্ন ভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের গুঞ্জন শোনা যাচ্ছে। ছাত্র-সমাজ কোনদিন তা মেনে নিবে না।গণহত্যার বিচার নিশ্চিত একই সাথে দ্রুত আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।
পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে মানববন্ধনকারীরা। মিছিলটি শহরের সুপার মার্কেট-শহীদ চত্ত্বর প্রদক্ষিণ করে।