অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. আনিস-আর-রেজা। সম্মানিত অতিথি ছিলেন আঞ্চলিক উপপরিচালক মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যানবিদ ও সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুর রহমান এবং বাগেরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাদেকুল ইসলাম। সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল. জাকির হোসেন,অধ্যক্ষ এস,এম,মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এ বছর কাহালপুর আলিম মাদ্রাসার তিনজন শিক্ষার্থী এই সম্মানজনক পুরস্কার অর্জন করেন। তাঁরা হলেন—রাফিদ খন্দকার আল, মারফুয়া এবং নাজমা। তাদের এই সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এ বিষয়ে কাহালপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এক বিশেষ বানীতে বলেন, “আমাদের শিক্ষার্থীরা এভাবে জাতীয় পর্যায়ের সম্মানজনক পুরস্কার অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি প্রমাণ করে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে বড় অর্জনে সক্ষম।”
বাংলা প্রভাষক আমজাদ ভূইয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মান আমাদের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। এই সাফল্য আরও অনেক শিক্ষার্থীকে উৎসাহিত করবে।”
বক্তারা বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, অনুশাসন ও আত্মবিশ্বাস। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে এসএসসি ও এইচএসসি পর্যায়ের শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।