নেত্রকোনা জেলার সবচেয়ে  বড়  বোরো ফসলের হাওর মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতায় বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষক এর মধ্যে  ধান কাটা শুরু করেছে।  হাওরে ৪০ টি হারবেস্টার ধান কাটার মেশিনের মধ্যমে দ্রুত ধান কাটা হচ্ছে। এপৃলের ২ তারিখ থেকে  শুরু হয় ধান কাটা, শেষ হতে সম্ভাব্য  এপৃলের শেষ সপ্তাহ পর্যন্ত  সময় লাগতে পারে।  



তেতুলিয়া গ্রামের কৃষক আবদুল মমিন জানান,এবার ফলন ভাল ও ধনের দামও ভাল।প্রতি কাটা জমিতে  ৮ থেকে ১০ মণ ধান হয়েছে। প্রতি মণ ভিজা ধান ১১ শ থেকে ১১শ ৮০ টাকা ধরে বিক্রি হচ্ছে। এতে সব কৃষক খুশি।



বুধবার 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস শাকুর সাদী জানান, এবার ডিঙ্গাপোতায় বোরোর অধিক ফলন হয়েছে।  প্রতি একরে ৬০ থেকে ৯০ মণ পর্যন্ত  ধান হয়েছে।  স্বল্প জীবন কালিন,ব্রি ধান ৮৮ সবচেয়ে বেশি ফলন ও আগাম কাটা শুরু হয়।  এর মধ্যে ২৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।  

তিনি আরও বলেন,  উপজেলা ১৬ হাজার ৯ শ ৮০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এতে চালের  লক্ষমাত্রা ধরা হয়,৭৭ হাজার ১শ ২৩.১৬ মেট্রিকটন।

ব্রি ধান ৮৮ ও উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের  ধান চাষ করায় লক্ষমাত্রা অতিক্রম করবে এমনটাই মনে হচ্ছে। আবহাওয়া সাভাবিক থাকলে এপ্রিলের শেষ সপ্তাহে ধান কাটা শেষ করা যাবে।