মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্য কে আটক করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্য কে আটক করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ। সকাল ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন টি সকাল আনুমানিক ৬ ঘটিকায় মোহনগঞ্জ স্টেশনে পৌছায়। ভুক্তভোগী রাব্বি মিয়া ফাঁড়িতে অভিযোগ করেন কয়েকজন মিলে ট্রেনে তার মোবাইল ফোনটি কৌশলে চুরি করে। তৎক্ষনাৎ ফাঁড়ির ইনচার্জ এস আই মোবারক হোসেন ভুক্তভোগীকে নিয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করে। পরে ইমন আলমগীর নামে আরেক জনকে আটক করে রেলওয়ে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের পর তারা দুইজনেই ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যানুযায়ী ছিনতাইকৃত ফোনটি উদ্ধার করা হয়। ধৃত মোজাহিদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ও ইমনের বাড়ি জামালপুর সদরে। তারা তিনজন ছিনতাইয়ের উদ্দেশ্য গফরগাঁও স্টেশন থেকে ট্রেনে উঠে, দুইজন আটক হলেও অন্যজন কৌশলে পালিয়ে যায়। আটকৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরন করা হয়।