পবিত্র রমযান মাসে সারা দেশে সকল শ্রেণি পেশার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তাদের নাগালে মধ্যে রাখার জন্য চলছে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং।

পবিত্র রমযান মাসে সারা দেশে  সকল শ্রেণি পেশার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তাদের নাগালে মধ্যে রাখার জন্য চলছে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং।  সারা দেশের ন্যায় ময়মনসিংহ শহরের বড় বড় বাজারগুলোতেও বাজার মনিটরিং এর ধারা অব্যাহত রয়েছে।  প্রশাসনের যৌথ উদ্যোগে আজ  সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত চলে তাদের ধারাবাহিক এই কার্যক্রম। ভোক্তা অধিকার আইনের অধীনে ভোক্তা কর্মকর্তারা দোকানে দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য তালিকা যাচাইপূর্বক অভিযান চালিয়েছেন।  তবে তারা কোন দোকানিকে কোন রকম জরিমানা করেননি।  যেসমস্ত দোকানে অনিয়ম দেখেছেন,  সেই সমস্ত দোকানিদেরকে জরিমানা না করলেও শুধরানোর সুযোগ দিয়েছেন।এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হুশিয়ারি দিয়ে বলেন,  তারা যদি রাষ্ট্রবিরোধী কোন কাজ   পরবর্তী সময়ে করেন তাহলে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবে । আজ বৃহস্পতিবার  ময়মনসিংহের স্বদেশী বাজারের বেশিরভাগ ব্যবসায়ীদের নিকট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,  তারা যেন এখন থেকে কাউকে কোন রকম চাঁদা  না দেয়।  ব্যবসায়ীরা প্রশাসনের যৌথ বাজার মনিটরিং ব্যবস্থাকে  ইতিবাচকভাব নিয়েছেন এবং তাঁদের এমন উদ্যোগ চলমান রাখার জন্য অনুরোধ  জানিয়েছন। বাজার মনিটরিং এর এক পর্যায়ে মর্নিং পোস্ট প্রতিনিধি নিত্য পণ্য সরবরাহকারী আনোয়ারকে জিজ্ঞেস করেন-  তাদেরকে কোন  রকম জরিমানা করা হয়েছে কিনা, তিনি বলেন না৷ তবে এই রকম যৌথ বাজার মনিটরিং পূর্বে খুবই কম করা হয়েছে ।  যদি নিয়মিত এই কার্যক্রম চালানো হয় তবে ব্যবসায়ী হিসেবে আমরাও যেমন ভাল থাকব তেমনি রাষ্ট্রেরও অবস্থা ভাল থাকবে। বাজার মনিটরিং এর সময় স্বদেশি বাজারের  অন্যান্য দোকানিরাও প্রশাসনের যৌথ বাজার মনিটরিংকে ধন্যবাদ জানিয়েছেন।  তারা  আরও বলেন, শেখ হাসিনার আমলে- আমরা শান্তিতে ব্যবসা করতে পারিনি।  এখন আমরা অনেক ভাল আছি। বাজার মনিটরিং এর বিষয়ে  জেলা প্রশাসনের নিকট  জিজ্ঞেস করা হলে, তিনি বলেন-  আমাদের টার্গেট সকল শ্রেণি পেশার মানুষের জন্য নিত্য পণ্যের মূল্য তাদের নাগালের মধ্যে রাখা।  তবে তিনি বলেন, আমরা যেখানেই অনিয়ম ও ভেজাল পাব- সেখানে ই আমারা আমাদের দায়িত্ব পালনে কঠোর হব।  এছাড়া বাজার মনিটরিং এর কর্মকর্তারাও এমন হুশিয়ারী দিয়ে আজকের মতে তাদের মনিটরিং শেষ করেন।