র্যাব সূত্রে জানা যায়, গত ১০ জুন ২০২৫ তারিখ রাতে স্বপন মেম্বার এক তালাকপ্রাপ্তা নারীকে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে করা মামলায় আপোষ ও সহায়তার আশ্বাস দিয়ে ১,৮০,০০০ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করে। এরপর তিনি কৌশলে মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসক্লাব সংলগ্ন একটি বন্ধ ঘরে ভিকটিমকে আটকে রেখে মারধর করেন ও ভয়ভীতি দেখান। ভিকটিমের পোশাক খুলে তার স্থিরচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে ভিকটিম বিচার চাইতে স্বপনের বাড়িতে গেলে, স্বপন ও তার সহযোগীরা ভিকটিমকে মারধর করে রক্তাক্ত জখম করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। এসব ঘটনার পর ভিকটিম নিজেই আদালতে দুটি পিটিশন দায়ের করেন। আদালতের নির্দেশে শ্রীনগর থানায় দুটি মামলা রুজু করা হয়—
মামলা নং-৩৩, তারিখ-২২/০৬/২০২৫, ধারাসমূহ: ৩২৩/৩২৪/৩০৭/৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ দণ্ডবিধি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)।
মামলা নং-৩৫, তারিখ-২৩/০৬/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)।
উক্ত মামলাগুলোর তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র্যাব-১০ এর সহায়তা চেয়ে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ ১০ জুলাই রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্বপন মেম্বারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত স্বপন মেম্বার, পিতা- আবুল চৌধুরী, সাং- মথুরাপাড়া কলেজ গেইট, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।
পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।