রাজশাহীর বাগমারায় পতিত সরকারের দোসর, ফ্যাসিবাদের গড ফাদার,ভূমিদস্যুদের পূনর্বাসনের মূলহোতা,২০২৪ চেতনা বিরোধী, তাহেরপুর কলেজের প্রতি বিমাতা সুলভ আচরণকারী বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

আজ ২৯ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে এগারো'টায়  উপজেলার তাহেরপুর পৌর সভার হরিতলা মোড়ে  প্রতিবাদ  ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এলাকার সচেতন নাগরিক , ব্যবসায়ী মহল, অভিভাবক, ছাত্র-ছাত্রী, কর্মচারী-শিক্ষক মন্ডলীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন থেকে কলেজের ভোগদখলীয় সম্পত্তি অন্যত্র লিজ দেয়ার পাঁয়তার প্রতিবাদে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রভাষক রইচ আহমেদ , সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার মিলি, সাবেক কমিশনার ইসমাইল হোসেন, সাবেক শিক্ষার্থী  নাছিম রেজা সুজন সহ আরও অনেকে।

মানববন্ধন থেকে অবিলম্বে বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ দাবী করা হয়।
বেলা সাড়ে বারো'টার দিকে, বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মুঠোফোনে একাধিক বার ফোন দিলেো তিনি ফোন রিসিভ করেননি।