নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে

নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার রাতোয়াল দালানবাড়ী পাড়ার মজিবর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের পৃথক এই চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মজিবর রহমানের ছেলে দুলাল হোসেন জানান,প্রতিদিনের ন্যায় তিনি এবং তার বাবা শনিবার সন্ধায় বাড়ী সংলগ্ন পৃথক গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান দুটি গোয়াল ঘরের তালা কেটে দুলাল হোসেনের দুটি এবং তার বাবা মজিবর রহমানের দুটিসহ মোট চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ ৪০হাজার টাকা হবে বলে জানান দুলাল হোসেন। 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। রাণীনগরে ২০লিটার বাংলা মদসহ একজন আটক।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাুলিশ অভিযান চালিয়ে ২০লিটার চোলাই মদসহ আজাহার আলী (৬০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। আটক আজাহার উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বরকত আলীর ছেলে। এঘটনায় মামলা দায়েরের পর রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,বাংলা চোলাইমদ তৈরি এবং বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা নাগাদ উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের বরকত আলীর ছেলে আজাহার আলীর বাড়ী তল্লাশী করে ২০লিটার বাংলা চোলাইমদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।