রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা ১২টায় শুরু হয়ে ১টায় শেষ হওয়া এ পরীক্ষায় মোট ৮,৯১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ২,০১৫ জন। উপস্থিতির হার ছিল ৮৯.৪৬ শতাংশ।
পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।