আগামী ০২মে ২০২৫খ্রিঃ রামুতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

শহীদ জিয়া স্মৃতি সংসদ রামু উপজেলার আয়োজনে এবং রামু উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সার্বিক সহযোগিতায় রামু উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি ভেন্যুতে টুর্নামান্টের ১৬টি দলের অংশগ্রহনে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উক্ত টুর্নামান্টের আয়োজনের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক জাবেদ ইকবাল জানান - রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়াকে প্রসার করাতে আমাদের এ আয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ক্রীড়াকে প্রাধান্য দেয়। সে হিসেবে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ অর্জন ২০২৩ সালে তৎকালীন জাতীয় দলের ফুটবল অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে সাফ জয় করে। রামু কে সারা বাংলাদেশ ফুটবলার আতুড়ঘর হিসেবে জানে ও চিনে। রামুর অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছে এখনো খেলে যাচ্ছে। রামুর ক্রীড়াঙ্গনকে প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিতে আমাদের এ উদ্যোগ। উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন এ জনপদের জনন্দিত জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।


রামু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম মাসুদ জানান - আমাদের এ টুর্নামেন্টের অন্যতম প্রচেষ্ঠা রামু উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নতুনবম খেলোয়াড় তৈরী করা। তাই আমরা প্রথম ধাপে এ টুর্নামেন্টটি উপজেলার সকল ইউনিয়ন কে নিয়ে করতে যাচ্ছি।


রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদ উল্লাহ জানন - রামু উপজেলার প্রতিটি ইউনিয়ন ইতিমধ্যে উৎসবে পরিনত হয়েছে। কখন খেলা শুরু হবে সবাই সে দিকে অপেক্ষামান। এ যেন পুরো রামু বাসীর মাঝে উৎসবের আমেজ। মানুষ স্বতস্ফূর্তভাবে পুরো উপজেলার প্রতিটি ইউনিয়নের খেলা দেখার জন্য প্রস্তত হয়ে আছে।


রামু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল সিকদার জানান - ইতিমধ্যে রামুর প্রতিটি ইউনিয়নে খেলার পোস্টার ছাঁটানো হয়েছে। রামুর ছাত্র থেকে বৃদ্ধ সবাই আগ্রহ নিয়ে উপভোগ করার জন্য তাকিয়ে আছে। বিভিন্ন ইউনিয়নের ছাত্রনেতারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে।


রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পরিচালনা কমিটির সদস্য সচিব সাঈদ হোসাইন আকাশ জানান - এ টুর্নামেন্টের মূল আকর্ষন রামুর ৫টি ভিন্ন ইউনিয়নে ভেন্যু করা। প্রতিভা অন্বেষনে ইউনিয়ন ভিত্তিক টিম আয়োজন। বিগত সময়ে রামুর ক্রীড়াঙ্গনকে যারা শুধু উপজেলামুখী করে রেখেছিলো সেখান থেকে বেরিয়ে নিয়ে প্রতিটি অঞ্চলে নেওয়া। রামুর যুব সমাজ কে মাদকাসক্ত থেকে ফিরিয়ে ক্রীড়ামুখী করায় মূল লক্ষ্য। 


উল্লেখ্য উক্ত টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে প্যাসিফিক বীচ লাউঞ্চ ক্যাপ।

মিডিয়া পার্টনার হিসেবে আছে প্যানোয়া নিউজ ও রামু টুডে।