সামান্য বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত জমে যায় পানি। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরীজীবী এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তা পারাপার হতে, চাকরিজীবীরা রাস্তা পারাপারের সময় তাদের জুতা এবং মোজা খুলে হাতে করে নিয়ে রাস্তা পারাপার করতে হয়। এতে তাদের মুল্যবান সময় নষ্ট হয় যার ফলে তারা সঠিক সময় অফিস আদালতে যেতে পারে না।
স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশের এই জমির মালিক তিনি সড়কের পাশে পানি নামার রাস্তায় বাঁধ নির্মাণ করে রাস্তার পানি নামার পথ বন্ধ করে দেয়। এর ফলে বৃষ্টির পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এ বিষয়ে এলাকাবাসী তাদের জানার পরেও তারা কোন সাড়া শব্দ করেননি।
বর্ষা মৌসুম শুরু হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।