চট্টগ্রামের পতেঙ্গায় সাগরতীর থেকে নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আটকের পর তাদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৭ এর পক্ষ থেকে আরো বলা হয়, আটক ৩৫ জনের মধ্যে ১৯ জন শিশু। তারা সবাই নোয়াখালীর ভাসান চরে সরকারি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার রাতে অবৈধ ভাবে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অবস্থান নেয়।
আটক রোহিঙ্গারা সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় দুই দালালের মাধ্যমে তারা ক্যাম্প থেকে বের হন। রাত ১টায় তাদের নৌকায় তুলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে পতেঙ্গায় পৌঁছানোর পর তাদের সেখানে রেখে দুই দালাল চলে যায়। তাদের চট্টগ্রাম থেকে সড়ক পথে কক্সবাজারের উখিয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল।
স্থানীয় দালালদের হাত ধরে টাকার বিনিময়ে এরা যেভাবেই হোক চলে আসতেছে দেশের মূল ভূকন্ডে, তারপর তারা মিশে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সাথে । অতিরিক্ত টাকার লোভে কিছু স্থানীয় এই অবৈধ কাজে জড়িয়ে পড়তেছে ।