নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ সালমান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ সালমান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা চায়না বেগম ও তাহেরা খাতুন নামে দুই মহিলা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২১ মে) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার মল্লিকপুর -লোহাগড়া সড়কের কুন্দশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান দোয়া মল্লিকপুর গ্রামের মৃত সাহিদ মল্লিকের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড় ৭ টার দিকে মোটরসাইকেল চালক সালমান বাড়ি থেকে লোহাগড়ার দিকে যাচ্ছি। লোহাগড়া -মল্লিকপুর সড়কের কুন্দশী এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল চালক সালমান ও মোটরসাইকেল আরোহী চায়না বেগম ও তাহেরা খাতুন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। থানায় একটি অপমৃত মামলা হয়েছে।