রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ পালিত হলো। ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক,কোরআন সুন্নাহ মোতাবেক সংবিধান তৈরি হোক, সেই সংবিধান দিয়ে রাষ্ট্র  পরিচালিত করাই বাংলাদেশ জামায়াত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সারাদেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ১৪ নং দূর্গাপুর ইউনিয়নের সম্মানিত আমির মোঃ আব্দুস সালাম খন্দকার, অত্র ইউনিয়নের সেক্রেটারি হাফিজুর রহমান ফকির,পত্র ইউনিয়নের যুব বিভাগের সেক্রেটারি আমিরুল ইসলাম রুবায়েত,অত্র ইউনিয়নের যুব বিভাগ বাইতুলমাল সম্পাদক সাজেদুর রহমান সবুজ,অত্র ইউনিয়নের যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সহ সাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম,মিডিয়া সম্পাদক রেজা, ৭ নং ওয়ার্ডের সভাপতি এ কে এম লতিফ সিদ্দিকী,অত্র ওয়ার্ডের সেক্রেটারি গোলাম রব্বানীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আর উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য বৃন্দ।
এই গণসংযোগ পক্ষ শুরু হয়েছে ১১ এপ্রিল, শেষ হবে থেকে ২৫ এপ্রিল।