জুলাই বিপ্লব পরবর্তী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা আসে।

জুলাই বিপ্লব পরবর্তী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা আসে। এবার  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়া বা দলীয় রাজনীতিতে জড়িত হওয়া নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় আইন ৪৩এর(৪),ধারা অনুযায়ী ৮৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে নিষিদ্ধের ঘোষণা আসে। এই ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ‘কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হইতে পারিবেন না। প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না বা কোনো রাজনৈতিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে পারবেন না।  ৯ ফেব্রুয়ারী,২০২৫তারিখে,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত তুলে ধরা হয়। তিনি আরও বলেন,‘শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে এবং একাডেমিক পরিবেশ সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।