চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডে শিক্ষা সামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম রেটিনা কোচিং সেন্টারের পরিচালক চন্দনাইশ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান আবদুল কাদের বেলাল শিক্ষার্থীদের কলোকাকলিতে মুখর পৌরসভার হারলা গ্রামে।

চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডে শিক্ষা সামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম রেটিনা কোচিং সেন্টারের পরিচালক চন্দনাইশ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান আবদুল কাদের বেলাল  শিক্ষার্থীদের কলোকাকলিতে মুখর পৌরসভার হারলা গ্রামে। বই-খাতা হাতে নিয়ে মনের আনন্দে ছুটে চলছে ক্ষুদে শিক্ষার্থীরা। কারো হাতে বেলুন, কারো হাতে চকলেট আর উপহারের খাতা-কলম। এ যেন এক অন্যরকম আনন্দ। সরেজমিন গিয়ে জানা যায়, গত ৪-৫ মাস  ধরে হারলা গ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম রেটিনা কোচিং এর পরিচালক  আবদুল কাদের বেলাল  গ্রামের তরুণদের  মাদক মুক্ত রাখতে সমাজের ঝড়ে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য এই উদ্যোগ নিয়েছেন বলে জানান বেলাল। এর উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদরকে শিক্ষার মূল ধারায় আনা। এরই আলোকে  বহু শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেন বেলাল।  চলতি বছরের জানুয়ারি  থেকে শিক্ষা কর্মসূচি হাতে নেয় বেলাল  । স্থানীয়দের সহায়তায় তরুণ যুবকদের মাধ্যমে  ব্যতিক্রমী এই কার্যক্রম হাতে নেয় বেলাল।  তরুণদের খেলায় মনোযোগী রাখা মাদক থেকে দূরে রাখার জন্য এই  উদ্যোগ স্বাগত জানান সমাজের সকল শ্রেণি পেশার মানুষ  এলাকাবাসীর কাছে  এতিমধ্যে   ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বেলাল । ক্ষুদে শিক্ষার্থীদের পাড়ালেখায় মনোযোগী করতে বেলুন, চকলেট ও খাতা-কলম উপহার দেওয়া হয়। এতে খুশি অভিভাবকরাও। প্রত্যন্ত গ্রামে শহরের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিনামূল্যে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বেলাল এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হারুন বলেন আমাদের গ্রামের হতদরিদ্র পরিবারের যে সমস্ত শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা সামগ্রী  সুযোগ পেয়ে আনন্দিত। বিনামূল্যে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের যে শিক্ষা  সামগ্রী  দেওয়া হচ্ছে এটি প্রশংসনীয় একটি উদ্যোগ। শিক্ষা থেকে  ঝড়ে পড়া রোধ করবে  গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে। আমি তাদের সফলতা কামনা করছি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১ শিক্ষার্থী   মোহাম্মদ হোসেন বলেন , বেলাল ভাই স্থানীয় যুবকদের একত্রিত করে শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন ।  এই বিষয় আবদুল কাদের বেলাল বলেন, কারও কোন ধরনের  সহযোগিতার প্রয়োজন হলে আমার পক্ষ থেকে যতটুক সম্ভব সহায়তা করার চেষ্টা করবো।