সাভারের শীর্ষ সন্ত্রাসী পাগলা জুয়েল ওরফে ঘারকাটা জুয়েল কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের অভিযানে এই গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী মাসুদ বিদেশী পিস্তল সহ আশুলিয়া থেকে গ্রেফতার হয়। এসময় জুয়েলসহ অন্যরা পালিয়ে গেলেও ফের বগুড়ায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে র্যাব-৪।
১লা মে সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
তিনি জানান, গত তিনদিন আগে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে পাগলা জুয়েল এর সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী মাসুদকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ টি তাজা গুলি, ০১টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি সহ আরো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল সহ তার অন্যান্য লোকজন পালিয়ে যায়।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে তিনটার দিকে র্যাব-৪, সাভার ও র্যাব-১২ বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে বগুড়া জেলা ধুনট থানার মাঠপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী পাগলা জুয়েল কে গ্রেফতার করা হয়।