শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় রোজাদারদের মধ্যে ইফতার উপহার বিতরণ করেছে As Sunnah Foundation।

শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় রোজাদারদের মধ্যে ইফতার উপহার বিতরণ করেছে As Sunnah Foundation।  
৪ মার্চ, মঙ্গলবার , দুপুরে এলাকার স্থানীয় রোজাদারদের মাঝে ফাউন্ডেশনটি ইফতার সামগ্রী বিতরণ করে। এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও সাধারণ রোজাদারদের ইফতার উপহার পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।  
এ সময় স্থানীয় জনগণ ও রোজাদারেরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে As Sunnah Foundation-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এই মহতী উদ্যোগের মাধ্যমে রোজাদাররা দানশীলদের কাছ থেকে সহযোগিতা পেয়ে উপকৃত হন, বিশেষ করে যাদের পক্ষে নিজেদের জন্য সঠিক ইফতার সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না।