‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও অসমর্থ যুবকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং জেলা সহায়তায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সহায়তা তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।
এদিনের অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আহত ৫৪ জনের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।