শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার জালকাটা মহল্লায় বাণিজ্যিকভাবে ক্যারেটিনা জাতের রঙিন ফুলকপির চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মোশারফ হোসেন। তার চাষকৃত রঙিন ফুলকপি এখন এলাকায় চমক সৃষ্টি করেছে এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এ বছর ১৫ শতক জমিতে রঙিন ফুলকপির চাষ শুরু করে মোশারফ হোসেন। বিশেষ যত্ন ও পরিচর্যায় ফুলকপির বিপুল সমারোহ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এসে তার মাঠে ভিড় করছেন। কীটনাশক ছাড়া ফলানো রঙিন ফুলকপি বাজারে চাহিদা বেশি হওয়ায় তার দামও তুলনামূলক বেশি। গত বছর স্বল্প পরিসরে চাষ করলেও এ বছর তিনি বাণিজ্যিকভাবে ফুলকপি চাষে সফলতা অর্জন করেছেন। স্থানীয় কৃষি বিভাগও তাকে সহায়তা ও পরামর্শ দিয়েছে। মোশারফ বলেন, "গত বছর স্বল্প পরিসরে চাষ শুরু করেছিলাম, কিন্তু এ বছর কৃষি বিভাগের সহযোগিতায় ১৫ শতক জমিতে ফুলকপি চাষ করেছি। ইতোমধ্যে প্রায় ৭-৮ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছি এবং আশা করছি আরও ৩৫-৪০ হাজার টাকার ফুলকপি বিক্রি করতে পারব।" শ্রীবরদী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, "কৃষক মোশারফ হোসেন অত্যাধুনিক উচ্চ ফলনশীল ক্যারেটিনা জাতের রঙিন ফুলকপি চাষে সফলতা পেয়েছেন। আমরা কৃষককে সার, বীজ এবং পরামর্শ প্রদান করে সহযোগিতা করেছি।"  এ ধরনের সফলতার পর, অনেক কৃষক এখন রঙিন ফুলকপি চাষের প্রতি আগ্রহী হচ্ছেন।