বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন বলেছেন শ্রমিকদের নায্য পাওনা যথাসময়ে পরিশোধ ও শ্রমিকদের কর্মঘন্টা আট ঘন্টা কার্যকর করতে হবে।
কেননা আজ শ্রমিক বার বার নির্যাতিত হচ্ছে, শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ করা হয় না, শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয় না, ঈদ বোনাস নেই, অবসধকালীন ভাতা নেই, বরং তারা অল্প একটু একটু টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কর্ম করে থাকে। সে অনুযায়ী আজ শ্রমিকরা নির্যাতিত নিপীড়িত। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের অন্তভর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহব্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার(১মে)সকালে উপজেলা সদরে আন্তর্জাতিক ও জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত র্যালী পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ এর সভাপতিত্বে সেক্রেটারি ইমরান আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন, উপজেলা ইমরান আহমদ, যুব উপদেষ্টা ইমরুল হাসান, জেলা শাখার কার্যকরী সদস্য ডাক্তার সাইফুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ডাক্তার আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ওলিউর রহমান,সহ প্রচার সম্পাদক আরিফ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, লোড আনলোড ট্রেট ইউনিয়নের সভাপতি আসুক আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আব্দুল হক, যুব নেতা সাদিকুর রহমান, জননেতা কামাল উদ্দিন, জয়নুল আবেদিন, সোহেল আহমদ, আলীরগাঁও শ্রমিক কল্যাণের সভাপতি নজরুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।