মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা চৌমূহনা চত্বরে "২১মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস" ৮ দফা দাবি নিশ্চিতকরণ লক্ষ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন( বিডিইআরএম) মৌলভীবাজার বাজার জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ অদ্য রোজ মঙ্গলবার ২৫ মার্চ সকাল ১১ ঘটিকার সময় " আমাদের সংগ্রাম,আমাদের মর্যাদা,আমাদের মুক্তি" প্রতিপাদ্য বিষয়ে "আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে" মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন জাতপাত বৈষম্য, দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী যারা জন্মগত ও পেশাগত কারণে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। সারা বিশ্বে ২৬ কোটি দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে দক্ষিন এশিয়া মহাদেশে ২১ কোটি জনগোষ্ঠীর বসবাস। বাংলাদেশে ৬৫ লক্ষ দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী ভাষাভাষী ও বসবাস রয়েছে। দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর বর্ণবৈষম্য বিলোপ প্রথা আইন বাস্তবায়ন, সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, স্বাস্থ্য, চিকিৎসা সেবা ও ঔষদ প্রদান নিশ্চিতকরণ, শিক্ষাক্ষেত্রে ঝরে পড়া রোধ করা, বাসস্থান,সুপেয় নিরাপদ পানি, কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রভৃতি বিষয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন( বিডিইআরএম) কোষাধ্যক্ষ বিমল কর, নারী প্রতিনিধি সীমা মুন্ডা, যুব প্রতিনিধি মনোজ সাগর তাঁতী, তাপস রাজগড় সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগ সিটিজেন ইনিশিয়াটিভ' র সহযোগিতায় মানববন্ধন সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী দিয়ানা মাদ্রাজি।