টাঙ্গাইলের সখিপুরে লাঙ্গুনিয়া এলাকায় মজনু(৪৫) নামে এক ব্যক্তি গাছের নিচে পড়ে এবং কাকড়াজানে আতিক(১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

টাঙ্গাইলের সখিপুরে লাঙ্গুনিয়া এলাকায় মজনু(৪৫) নামে এক ব্যক্তি গাছের নিচে পড়ে এবং কাকড়াজানে আতিক(১৫) নামের এক কিশোর গলায় ফাঁস  দিয়ে  আত্মহত্যা  করেছে। 
আজ (৩ মে) শনিবার উপজেলার লাঙ্গুলিয়া ও কাকড়াজান ইউনিয়নের বুড়িচালা গ্রামে এ পৃথক দুটি ঘটনা ঘটে।
নিহত মজনু ওই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে ও আতিক ওই গ্রামের আয়নাল হকের ছেলে। মজনু লাঙ্গুনিয়া এলাকার তারু মিয়ার গাছ ঘোড়ার গাড়িতে ওঠাতে গিয়ে গাছের নিচে পড়ে মারা যায়।
ধারণা করা হচ্ছে আতিক প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে।