টাঙ্গাইলের সখিপুরে ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম (৬২) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন

টাঙ্গাইলের সখিপুরে ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম (৬২) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৯ এপ্রিল)সকাল সাতটায় উপজেলার বংকী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অটোভ্যান চালক খোরশেদ আলম মঙ্গলবার সকাল সাতটার দিকে যাত্রী নিয়ে উপজেলার নলুয়া বাজার থেকে সখিপুর আসার পথে বংকী সাবস্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ আলম উপজেলার কালিদাস ঠকানিয়া পাড়া গ্রামের পিয়ার মাহমুদ-এর ছেলে।