“বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্যোগটি গ্রহণ করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, ও পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া।

কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মেজবাহ উদ্দিন মান্নু, আঞ্চলিক সমন্বয়ক, ওয়াটারকিপার্স বাংলাদেশ,নাজমুস সাকিব, সভাপতি, আমরা কলাপাড়াবাসী,নজরুল ইসলাম, সদস্য, পরিবেশ বাঁচাও আন্দোলন,গাজী মো. নিয়াজ মোর্শেদ, যুব সংগঠক,মো. মাসুম বিল্লাহ, ইউপি সদস্য,কামাল হাসান রনি, পরিবেশ কর্মী,তানজিল জামান জয়, সাংস্কৃতিক সংগঠক,মোঃ নেছার উদ্দিন,পরিবেশ কর্মী।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় জনপদকে রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও বিস্তৃত করা প্রয়োজন।উদ্বোধনী দিনে পাঁচ শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় লোন্দা খেয়াঘাট ও আশপাশের এলাকায়। আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী কলাপাড়ার বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচি চলমান থাকবে।স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ সুরক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।