নোয়াখালীর বেগমগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশন এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেলে নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর কবি নজরুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজাউল হক।
তিনি বলেন বেসরকারি স্কুল শিক্ষা উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের সাথে সহায়ক ভূমিকা রাখছে ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, 
এরপরও সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা না থাকায় এইসব প্রতিষ্ঠান বিভিন্ন সুযোগ সুবিধায় বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারের সুযোগ-সুবিধা আলোকে পরিচালিত হলে শিক্ষার মান আরো উন্নত হবে, সরকারি অনুদান শিক্ষকদের প্রদান সহ বিভিন্ন সুবিধা দিয়ে প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান আধুনিককরণের সরকার যথাযথ উদ্যোগী হবে বলে আশা করি। 
জমিদারহাট রেডিয়ান্ট রেসিডিয়ান্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বেগমগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের আহ্বায়ক এম.এ হাসান এর সভাপতিত্বে 
নিউ ভিশন রেসিডিয়ান্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ ইমাম হোসেন এর সঞ্চালনায় 
আরো উপস্থিত ছিলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশন এর কেন্দ্রীয় শিক্ষা সচিব মোঃ সামসুদ্দিন আহমেদ সজল।
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম নূর ইসলাম, বেগমগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।