বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত রোববার বিকেলে শিমলাপল্লি বাচ্চু তরফদারের বাড়িতে নারীদের নিয়ে এক উঠান বৈঠক করা হয়েছে। উপজেলা তথ্যসভা কার্যালয়ের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা তথ্য সেবা কার্যালয় জানা গেছে, পৌরসভায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও মাদক কমিয়ে আনতে নারীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাদিকুন নাহার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম। আরো বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মনির মোর্শেদ তরফদার, বাগারপাড়া মহিলা বিষয়ক সমিতির সভাপতি জুবেদা খানম প্রমুখ। উপজেলা তথ্য সেবা কার্যালয়ের তথ্য কর্মকর্তা সাদিকুন্নাহার বলেন, বাল্যবিবাহ মাদক প্রতিরোধে নারীদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে।