জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সরিষাবাড়ী  উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের  উদ্যোগে ক্রেস্ট, সনদপত্র ও অনুদানের টাকা বিতরণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন  এসোসিয়েশন সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি কিন্ডারগার্টেনের ২০৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে  ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদানের টাকা বিতরণ করা হয়। ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যাক্ষ আব্দুল বারেক প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন সরিষাবাড়ী কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীনুর ইসলাম শামীম ও  সহ-সভাপতি মনজুরুল ইসলাম।