ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের হুমকি ও এক সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় বরিশালের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশির নামে থানায় অভিযোগ দা‌য়ের হ‌য়েছে। বৃহস্প‌তিবার (৬ মার্চ) স্থানীয় দৈ‌নিক আজকের সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ এ অ‌ভি‌যোগ‌টি দা‌য়ের ক‌রেন।

রিশাদ জানান, গত ৪ মার্চ নগরীর আমিরকুটির এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছে। ওই তরুণী আত্মহত্যার আগে পাভেল মুনশিকে নিয়ে প্রোফাইল পিকচার দেয়। এছাড়াও ওই তরুণীর সাথে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশির দীর্ঘদিনের সম্পর্ক ছিলো। ওই ঘটনায় সংবাদ প্রকাশ হলে ফেসবুক লাইভে এসে বরিশালের সকল সাংবাদিকদের হুমকি দেয় পাভেল।

হুমকি দিয়েই ক্ষ্যান্ত হয়নি বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে নগরীর রুপাতলি এলাকায় সাংবাদিক রিশাদের গাড়ি থামিয়ে চড়থাপ্পড় দিয়ে তার সাথে থাকা মোবাইল ও ব্রেসলেট নিয়ে যায়। এ ঘটনায় বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক রিশাদ।

পাভেল মুনশি ব‌রিশাল সদর উপ‌জেলার চরমোনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ডিঙ্গা মানিক গ্রামের রফিক মুনশির ছেলে। এছাড়াও চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় সাংবা‌দিক এম জাহিদ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোষর বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি বরিশালের সকল সাংবাদিকদদের নিয়ে হুমকি ধামকি দেয়। তিনি আরও বলেন, পাবেল মুনশির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি পালন করবে বরিশাল সাংবাদিক সমাজ। অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।