সিরাজগঞ্জ সদর উপজেলার মালশাপাড়া ৩ নং চায়নাবাঁধ এলাকায় জবর দখলের পায়তারায় জমির কাঁচা ধান কেটে বিনষ্ট করন ও মালিকের পাট বোপনকৃত অপর জমিতে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর দিয়ে মারাই করে জাবতিয় ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। 

সিরাজগঞ্জ সদর থানায় মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়,
বর্গা চাষী হোসেনপুর পুঠিয়াবাড়ি আনারস ঘাট এলাকার বর্তমান বাসিন্দা মৃত ফজল মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল (৩৪) প্রায় চার-পাচ  বছর ধরে সদর উপজেলার পুঠিয়াবাড়ি মৌজায় মালশাপাড়া ৩ নং-চায়নাবাঁধ এলাকায় তার শ্বশুর মৃত আনসার আলী ও মৃত আবু বকর প্রধানদের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে। 
বিগত বছরের ন্যায় এবছরও ইরি মৌসুমে জমিতে ধান ও পাট চাষ আবাদ করে। এবং সেচ পাম্প দিয়ে পানি সরবরাহ করে আসছিল। 
ওই জমির মালিকানা নিয়ে পূর্ব বিরোধের একপর্যায়ে ওইজমি জবর দখলের পায়তারায়
গত (১৬ এপ্রিল)রাতের আধারে জমিতে থাকা সাকুল্য কাঁচা ধান কেটে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে ফসল বিনষ্ট করে। 
এছাড়াও মালিকের পাট বোপনকৃত অপর জমিতে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর দিয়ে মারাই করে জাবতিয় ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। 
এখানেই খ্যান্তনয়, কাঁচা ধান কর্তনের ঘটনায়
 সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দাখিল করে আইনের সহায়তা কামনাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট সুবিচার প্রার্থনা করায় বর্গা চাষী আলাউদ্দিন ও তার পরিবারের অপর সদস্যকে মুঠোফোনে নানাভাবে হুমকি প্রদর্শন করে আসছে বলেও জানাগেছে। 
বর্গা চাষী আলাউদ্দিন মন্ডল আরো বলেন,
আবাদকৃত জমিতে পানি প্রদানকারী বিদ্যুৎ চালিত পাম্প মেশিন ঘরের মেশিনম্যান
আব্দুস সালাম ও তার স্ত্রী রোকেয়া বেগমকেও হুমকি ধামকি প্রদর্শন ও ঘরের বেড়া ধারালো অস্ত্রদিয়ে কুপিয়েছে বলেও জানাগেছে। 

এঘটনায় ক্ষতিগ্রস্ত বর্গাচাষি আলাউদ্দিন মন্ডল 
বাদী হয়ে হোসেনপুর মহল্লার মোঃ শফিকুল ইসলাম (৪০),ও মোঃ রফিকুল ইসলাম (৩৫) উভয় পিতা মৃত আব্দুস সত্তার  মিয়া এবং স্টেডিয়াম সড়কের বাসিন্দা মৃত শাহ আলীর পুত্র মোঃ আক্তার হোসেন (৪১) কে বিবাদী করে
সদর থানায় মামলা দায়ের করেছে বলে জানাগেছে।