সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত(২৯ এপ্রিল ২০২৫) মঙ্গলবার সকালে
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বারের সভা কক্ষে চেম্বারের প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে আয়োজনে জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন,
অপার সম্ভাবনাময় আমাদের সিরাজগঞ্জে ইকোনমিক জোনে শিল্প প্রতিষ্ঠান গড়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শিল্পায়নের যুগে কর্মদক্ষতার মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীদের উদ্যোগ গ্রহনের মাধ্যমে
এ জেলার ব্র্যান্ড তাঁতবস্ত্র শিল্প সমৃদ্ধ ঐতিহ্য বাহি সিরাজগঞ্জে তাঁতবস্ত্র শিল্পের পাশাপাশি এখানে উৎপাদিত শতরঞ্জির সুনাম দেশের সীমানা পেড়িয়ে বিদেশেও রয়েছে।
সিরাজগঞ্জে উৎপাদিত শীতল পাটির চাহিদা প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে।
এছাড়াও উৎপাদনে রয়েছে তাঁত বস্রশিল্পের
উপর কারুকাজ,হস্তশিল্প,বুটিক,নক্সিকাথা,যুব প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণসহ নানাবিধ উৎপাদন প্রতিষ্ঠান।
তিনি বলেন,জেলার নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান করলে তাঁতশিল্পের উপর কারুকাজ, হস্তশিল্প,বুটিক,নক্সিকাথাসহ সকল পন্য উৎপাদন সহজ হবে।
এখানে উৎপাদিত সকল পন্য হালাল ব্যবসায় মাধ্যমে আমরা বেকারত্ব দুরি করনে আমাদের দেশ,পরিবার,সমাজকে এগিয়ে নিতে পাড়ি।
তিনি আরও বলেন,নারীদের মৌলিক অধিকার পুরনে মেধা-দক্ষতা,ধৈর্য,সততা,কর্ম ও শ্রম দিয়েই এগিয়ে যেতে হবে। এলক্ষে সিরাজগঞ্জে উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গঠনে আপনাদেরই এগিয়ে নিতে হবে। আর এ লক্ষে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আপনাদের কে সার্বিক সহযোগিতায় পাশে থাকবে।
তিনি আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান গুলোকে
পক্ষপাতিত্বের বেড়াজাল থেকে মুক্ত হয়ে নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানে ব্যাংক থেকে ঋনদানে সহয়তা প্রদানের আহবান জানান।
আগামীতে নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান গুলোতে
উৎপাদিত পন্যসামগ্রি নিয়ে প্রদর্শনী মেলার আয়োজন করা হবে বলেও জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদা,পরিচালক প্রদীপ কুমার রায়,পরিচালক হীরক গুন,পরিচালক সামিনা ইসলাম নিলা,পরিচালক মশিউল আলম চৌধুরী,সদস্য লিটন সাহা সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।