সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণে ভারতীয় বিড়ি ও শাড়ি আটক করেছে ২৮ বিজিবি। সোমবার সুনামগঞ্জ ব্যাটালিয়নের বিনাকান্দি বিওপি ও চিনাউড়া বিওপির সীমান্তে এসব মালামাল আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল প্রায় ২৫ লক্ষ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। আটককৃত ভারতীয় বিড়ি ও শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।