পেশাজীবী ওয়ার্ডের সহযোগিতায় সৈয়দপুর শহর সাংবাদিক ইউনিটের উদ্যোগে বুধবার (৯ জুলাই) রাত ১০টায় আল ফারুক একাডেমির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী চলমান ৪ থেকে ১২ জুলাই পেশাজীবী দাওয়াতী সপ্তাহ উপলক্ষে এ
আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির
সভাপতি, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা পেশাজীবী বিভাগের
সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা
আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর ও আল
ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর আমীর
শরফুদ্দীন খান এবং সৈয়দপুর প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও
সাপ্তাহিক মানব সমস্যা পত্রিকার সম্পাদক মো. নজরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের পেশাজীবী ওয়ার্ডের সভাপতি ব্যাংকার
সেকেন্দার আলী এবং সঞ্চালনায় ছিলেন শহর জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস
সালাম ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এবং আমার দেশ পত্রিকার সৈয়দপুর
উপজেলা প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের
জবাবদিহির ভয় থাকলে কেউ মিথ্যার আশ্রয় নিতে পারে না। সাংবাদিকরা জাতির
বিবেক। যদি তারা এই নৈতিকতা ধারণ করে কাজ করেন, তবে দেশ ও জাতি উপকৃত
হবে। জামায়াতে ইসলামী এমন মূল্যবোধসম্পন্ন পেশাজীবীদের সঙ্গে নিয়ে একটি
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে।”
সভায় আরও বক্তব্য রাখেন সময় টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাকির
হোসেন বাদল, দৈনিক আলাপন-এর নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, সৈয়দপুর শহর
সাংবাদিক ইউনিটের সভাপতি ও প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য, দৈনিক
সাতমাথার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মনন এবং সেক্রেটারি ও দৈনিক নয়া
দিগন্তের সৈয়দপুর সংবাদদাতা মো. জাকির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
আমিরুল হক, জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল
সাদিকুল ইসলাম, জেলা প্রতিনিধি, নাগরিক টিভি
সাব্বির আহমেদ, জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার
মমিনুর আজাদ, জেলা প্রতিনিধি, দৈনিক খবরের কাগজ
গোপাল রায়, প্রতিনিধি, দৈনিক আমাদের সময়
মিজানুর রহমান মিলন, প্রতিনিধি, দৈনিক দিনকাল
এম এ মোমেন, প্রতিনিধি, দৈনিক খোলাচোখ
নওশাদ আনসারী, প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
আলমগীর হোসেন, প্রতিনিধি, দৈনিক ভোরের ডাক
আব্দুল মুকিত দুলাল, প্রতিনিধি, দৈনিক জবাবদিহি
তওসীফ হোসেন, প্রতিনিধি, দৈনিক মানবাধিকার প্রতিদিন
মো. সোহেল, ক্যামেরাপার্সন, সময় টিভি
আতিয়ার রহমান, ক্যামেরাপার্সন, এপিএন নিউজ (অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভি)
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত মূল্যবোধ, দায়িত্ব ও সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।