১৯ইআগস্ট মঙ্গলবার ১০টায় ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চান্দিনা অংশে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মিরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে, স্লোগানে র্যালিটি মুখরিত করে তোলে।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনন্দ এবং সদস্য সচিব ওয়াহিদ মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালীটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি এর আহ্বায়ক আখতারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এফএম তারেক মুন্সি, রেজবিউল আহসান মুন্সী সহ হাজারো নেতাকর্মী।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “সেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা জনগণের পাশে আছি এবং থাকবো।